স্বপ্ন-সুকুমার ঘোষ || কবিতা || অকপট অনুসন্ধান

0



দেখতে ভালো স্বপ্ন কারন তা হল মনের অসচেতন অবস্থা,

ভেঙ্গে গেলে বুঝতে পারি, তা ছিলো কল্পনার এক জড়তা।

স্বপ্ন হয় এক এক জনের নিজের নিজের মত,

বাস্তবে তার রূপ দেওয়া সাধ্যের বাইরে তত।

আমার স্বপ্ন ছিলো  যে এক শিক্ষক হয়ে ওঠা,

বহু চেষ্টার পরেও তার নিশ্চিত মেলেনা ঠিকানা।

স্কুল, কলেজ, ইউনিভারসিটি পেরিয়েও শেষে,

বি.এডে এসে খুঁজছি তাকে আ স্বপ্ন'' বেগের বসে।

এর মধ্যে হল যে সরকারের পরিবর্তন,

সব সময় গায়যে তারা টাকার গুনকীর্তন।




লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top