বাস্তবতা - দিপায়ন পাল || কবিতা || অকপট অনুসন্ধান

0



রোদেলা দুপুর, ব্যাস্ত শহর, গলে যাচ্ছে পিচ,

মনুষ্যত্ব হচ্ছে আরো নীচ।

তপ্ত হচ্ছে জলরাশি, হারিয়ে যাচ্ছে হাসি।

ত্রিশূল এর আগায় রক্ত না লাগলে নাকি সমাজ  অচল,

মেয়েরা আজ কেঁচো  কেন?

কখনো জানতে চেয়েছে, চাওনি

চাইবে কেন গর্ত  খুঁড়েছো তো তুমিও।

নেশা চোখে গর্ত খুঁজেছে সমাজ

নামেই আজ রক্ষণ ভেতরের ভাবনা তো ভক্ষণ।

চেরা তো পুঞ্জিত হয়।

বুঝেও না বুঝে আছো আজ।

লেগে পর  কাজে।

মনে রাখিস রাস্তায় বৃষ্টি হয়

আবার  রৌদ্রে তা শুকিয়ে ও যায় সবই প্রকৃতির দান।

বুঝে পাই না তোরা যাকে মা বলিস

আবার তার দিকেই তোদের লোভ

ঠিক করে বলবি

তোদের দাবি টা কি?

                                                

লেখকঃদিপায়ন পাল (মালদা)   


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top