গ্রাম আমাদের বড়ই সুন্দর চারিদিকে শষ্য ক্ষেতে ভরা,
মাঠ যে তাদের বড়ই সম্পদ তাকে ঘিরে স্বপ্ন দেখে তারা।
ছোট ছোট পুকুর ভরা,গ্রীষ্মকালে
থাকেনা জল,
সবুজে ঘেরা গাছগুলিতে ধরে আছে নানা ফল।।
গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে রাঙ্গা পথ,
হাওয়াতে উড়ে ধুলো, মনে
হয় স্বর্গের রথ।
সকালে অপরূপ সুন্দর লাগে সেই ভানুমামাকে,
সারাদিন চলে রাজ তার অপরূপ রৌদ্রের শোভাতে।।
বৈশাখ মাস ধরে চলে নানা কীর্তন,
সন্ধ্যে হলেই শুরুহয় নানা বাদ্যের মধ্যদিয়ে তার আয়োজন।
এই ছোটগ্রাম আমার কাছে স্বর্গের সমান,
দক্ষিন দিনাজপুর জেলাতে অবস্থিত রামপুর তার নাম।।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


