স্নেহময়ী মূরতি
মাগো করুণারূপিণী-
মাতা আদ্যা শক্তি-
তুমি বিশ্বজনীন।
ত্রিগুণধরা তুমি
দুঃখহরা জগতের ধাত্রী
তব আসন ভুবনজোড়া।
স্নেহের টানে
মূর্ত্ত তুমি বিশ্বমাতার হৃদে,
সিংহাসন ছাড়ি
তুমি নামিল।।
হেরে মম নয়ন
তোমারি দুঃখিনী রূপ,
ধূলা পরে জীবনপথে
তুমি যখন।
ক্ষুধার্ত সন্তানে
যবে তুমি গৃহদ্বারে লয়ে করে দান-
অন্নপূর্ণা মাগো
তব আননে ফুট।।
জানে মন জানে
মাগো-
নেইতো তুমি
কাঠে, নেই পাথরে নেইকো
মাটির মূর্তিমাঝে।
ভুবনমাঝে চিন্ত
তোমাতে সকল বর্ণে,
তুমি মাতা এক নানা
নামে।।
লেখিকাঃ শ্রীমতী পম্পা বাকুলি, চন্দননগর,হুগলী।

