যে বসন্ত কেঁদেছিল,বিষাদ সেসব কবেকার !
আজ শুধু ভালোবাসা হৃদয়ে
তুমুল তোলপাড়।
চোখেতে অলীক,বাঁধি ঘর ইচ্ছেনদীর কিনার,
তোমায় সংগে নিয়ে মুখোমুখি
অনন্ত স্তব্ধতার।
শুরু হোক রামধনু রূপকথা
তোমার আমার,
পলাশে মাখামাখি প্রেম আদরে হোক জেরবার
উড়িয়ে আবীর বসন্ত বাজাক না
বেসুরো গীটার।
ভালোবাসা প্রতিশব্দ
বিশ্বাসে অনন্ত অপেক্ষার,
বসন্ত যদি ঋতু হয় ভালোবেসে ভালোবাসবার,
বুঝে নিও বসন্তের আরেক নাম
ইন্তেজার ।।
লেখিকাঃ বিদিশা দাস, বারাসাত,কলকাতা.
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

