এখানে বসন্তে-বিদিশা দাস || কবিতা || অকপট অনুসন্ধান

0


এখনো বসন্ত আসে,আনমনে !

ঘোরলাগা অবাক পলাশ সকালে,

হয়তো বা বাউরি-বাতাসে আলটুপটাপ মনকেমনে।

চোখ বুজলেই হলুদ অমলতাসের বন,

অথচ বসন্তে মন নিজস্ব কোণ খোঁজে,

চায় ভালোবাসারঙ একান্ত ঘর ।

একটা আস্তদুপুর হেঁটে যায় নিরুদ্দেশের পথে,

চোখ বুজলেই বিকেল গড়িয়ে সন্ধ্যে নামে সুদূরে;

নীল নক্ষত্ররাতে কে যেন বাঁশিতে আনন্দ বাজায়,

মুঠোয় অনন্ত নিয়ে জ্যোৎস্না মেলে আশ্চর্য ডানা।

তবুও এমন বসন্তে মন বিশ্বস্ত ভালোবাসা খোঁজে,

আজন্ম কাঙাল খোঁজে নিজস্ব ঠিকানা ।।


লেখিকাঃবিদিশা দাস,কোলকাতা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top