এতো কাছে এসো নাকো
তুমি
লাগে
শরম
শরম
খুব বেশি কাছে বসো
নাকো তুমি
হই
পাগল
পাগল
খুব বেশি দূরে
যেওনা নাকো তুমি
মনে হয়
কেমন
কেমন
নদীর মতো হেসো
নাকো তুমি
লাগে
মাতাল
মাতাল
একদিন ঐ চোখ না
দেখিলে
লাগে
বেহুঁশ
বেহুঁশ
একদিন তুমি দূরে
থাকিলে
লাগে
পাতাল
পাতাল
খুব কাছে আসলে
কিংবা
দূরে চলে গেলে
তুমি
লাগে
না থাক, আর না বলি;
তওবা তওবা
আমিও তোমার লাগি
কবুল
কবুল।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

