ধর্ষক-বরুণ মহুরী || কবিতা || অকপট অনুসন্ধান

0


নিঝুম রাত একাকী আমি  ...

পেশার টানেই রাত্রে ফিরি..

কত মায়ের চোখ মুছিয়ে...

তরতাজা প্রাণ দিয়েছি ফিরিয়ে..

অভিশপ্ত রাত্রি মাঝে

দাঁড়িয়ে একা গাড়ির খোঁজে

দূরে দাঁড়িয়ে চারটি ছেলে...

দেখছিলো ঠিক ফ্যালফেলিয়ে

তীক্ষ্ণ ধারালো নখের থাবায়.. চেঁচিয়ে আমি  মাটিতে লুটায়..

শান্ত শুভ্র শরীরখানি  বিবস্ত্রবেশ..

রক্তে ক্ষত-বিক্ষত আমার ঊরুদেশ.... |

এখন আমি অনেক দূরে....

বিধির বিচার চেয়ে....

মোমবাতি হাতে রাজপথ জুড়ে

মৌন মিছিল আমার সুরে...



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top