বারটা ছিলো শনিবার,বিকেলে টোটোতে হঠাৎ তোমার সাথে দেখা,সেটাই ছিলো আমাদের প্রথম দেখা তাই না মিঠি ? সত্যি বলছি তোমাকে দেখার পর বুকের ভিতরটা কেমন ঢিপ ঢিপ করছিলো।সেকথা ভাবলে এখনও আমার মনটা খুশিতে ভরে ওঠে।তুমি তো সেদিন ভালো করে দেখোই নি আমাকে কী লজ্জাটাই না পেয়েছিলে।তারপর সরস্বতী পূজার দিন পার্কে যখন তুমি আমার পাশে বসেছিলে,তোমাকে প্রথম পাশে পেয়ে কী আনন্দই না হয়েছিল,বলে বোঝাতে পারব না।আর সেদিন তোমার চোখে যখন কী একটা পড়েছিলো তুলে দিতে গিয়ে আমি তো হা করে ছিলাম,দেখলাম বিয়ের কুড়িবছর পরেও আজ আমি সেই চোখের দৃষ্টির মাঝে হারিয়ে যাচ্ছি।
কী গো আটটা যে বেজে গেল,ঘুমের ঘোরে কার সাথে কথা কথা বলছো বলো তো ? নাও নাও উঠে পড়ো স্কুলে দেরি হয়ে যাবে কিন্তু ।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


