চিন্তা করে কর্ম রে হয় না মধুর
সম্পর্ক,
পর আপন হয় কভু আপন হয়ে যায় পর।
হিসাব করে ব্যবসায়ী লোকসানের ভয়,
লাভাংশের চিটা গুড়ে প্রিয় রে তার
প্রয়োজন।
দুটি হাত বাড়ায়ে দুয়ারে দুয়ারে
বেড়ায় ফিরে
ভালোবাসা কেঁদে কেঁদে।
অনেককিছু
হারাতে হয়
সার্থক অই প্রেমের অথই জলে।।
লেখিকাঃ শ্রীমতী পম্পা
বাকুলি (চন্দননগর)
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

