বৃষ্টি বিলাস--গাজী জুনায়েত রাসেল || কবিতা || অকপট অনুসন্ধান

0


                          
 

কালো থেকে নেমে আসা শুভ্রপ্রায় টলমলে কনা,

স্পর্শকাতর চিরসবুজে নিভৃতে নেমে আসে;

অষ্টাদশী যুবকের উদভ্রান্ত চোখে মনোরমা ভাসে।

নবপ্রাণের কল্লোলে হতে চায় চিরযৌবনা। 


উৎসুক চারিপাশ নেয়ে গেছে খুব করে,

এরি মাঝে দুটিচোখ নেমে গেছে শূন্য হতে দিগন্তের পারে।

গন্ধহীন নিরপরাধ দশদিক নিওরনকে কষ্ট দিয়ে,

দিগন্ত হতে চোখের পাতা টেনে ফেলে দেয় অন্ধকারে নিয়ে।

জরাজীর্ণকে লেপন করা শুভ্রপ্রায় টলমলে কনা,

চোখ বন্ধেও উচ্ছল শব্দে শ্রবণেন্দ্রিয়ে আসে;

চিরসুন্দর সবুজের সাথে বৃষ্টিকণা ভাসে।

সদাউদভ্রান্ত এক যুবক আজ সদ্যযৌবনা।

 

লেখকঃ গাজী জুনায়েত রাসেল (ভাঙ্গা,ফরিদপুর, বাংলাদেশ)



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top