বুড়ির স্বপ্ন -কোয়েল দাস || কবিতা || অকপট অনুসন্ধান

0


 

ফলেছে বেল সেটা ভালো

 গোপাল বাবুর মাথায় পড়ে ফেটে গেল ,

বুড়ি থাকতো সেই ঘরেতে

 লাঠিসোটা নিয়ে আসে ধরতে।

 বেল দেখে বুড়ির কান্না আরম্ভ হলো

 পাড়ার ছেলে ছোকরা এসে বুড়িকে ধমক দিল।

বুড়ির কান্না তখন বন্ধ হল।

 বলল কথা সবকিছু বাদ থাকলে শুধু নামটা……

 কি যেন সেই নাম 

ভেবে বুঝে অনেক পরে,

 নামটি তখন মনে পড়ে্‌,

সামনের দিকে যেই চায়

 সবাই তখন চলে যায়।

বুড়ি তখন রাগ হয়-

 গোপালকে মারতে যায়।

 গোপাল তো নাই এদেশে ,

ওতো থাকে বিদেশে…

বুড়ির এখন মনে পরে,

 জেগে জেগে স্বপ্ন দেখতে ভালোই পারে।

 বাইরে গিয়ে বেলটি  দেখে ,

শান্তি পায়  যে বোঝা যায় মুখটি দেখে,

 যাই হোক বেলটি কাউকে নিতে দেবোনা।। 




লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top