এসো গো এসো সবে সহে যাতনা
বীরদর্পে আপন গর্বে মেটাও বাসনা
ভারতমাতা ডাকে তোমায়
তুমি হলে পুত্র সমান মেটাও দেনা
এসো গো এসো সবে-- ঘোচাও বেদনা।।
এক সুরে এক তালে গাও নব গান
বীরদর্পে দুর্জয় গর্বে তোলো নিজ প্রাণ
সারা বিশ্বে উঠুক জয়ধ্বনি
মাতারে পরাও যতেক ভূষণ
তারপরে না হয় নিও বিদায় জন্মের মতন
বুকের মাঝে বাজিয়ে সদা রুদ্রবীণা।।
লক্ষ্য হোক এক পথ হারিয়ো না
নব ভাবে দৃপ্ত তানে করো সাধনা
মিথ্যা অশ্রু জলে সময় কাটিয়ো না
ওঠো হে ভারতবাসী মর্যাদা হারিয়ো না
আগত দিনে প্রত্যাশা যেন হয় রচনা।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


