ভারতবর্ষ--একটা নারী
মোহময়ী
জননী সমা শুদ্ধিকরণের উপন্যাস
নেই তার কোনো অপরাধ
আলতো হাসি, সুদীর্ঘ চেহারা
পরিচ্ছন্ন আকাশপথ
মাতৃস্নেহ হেন
আমাদের হাড়ে-মা়্ংসে মিশে যাওয়া
এক নিঃশ্বাস প্রশ্বাস।
আজ দ্বিধায় কেঁপে ওঠা মাতৃ শরীর
জর্জরিত দেহ
নারী- কান্নার কাছাকাছি
মাথা তুলতে চায় পুরুষের লোভ
ঝুঁকে প'ড়ে যাত্রাপথ দীর্ঘ করে
গতি বদল হয়
অর্থে,
পাপ- পূণ্যের
ইতিহাসে ভুল করি আমরা
হতাশা মুছে শীতার্ত কন্ঠে
মা'কে বলি------তাই
তোমার স্নেহের তুষার, কুয়াশা
উৎকর্ষতা বাড়াক
আমাদের সকলের অন্তরে
প্রসারিত হোক বিশ্বাস--
হে ভারতমাতা!....
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


