অনেক ভেবে দেখেছি,
টগরী মাসী আমি সাজছি।
জড়িয়ে থাকব আমি-
দিনে,রাতে,
তোমার সাথে।
প্রেমিক হয়ে-
নাইবা পেলাম কাছে,
শাড়ির ঐ সুতো হয়ে
নাইবা রইলাম পিছে।
কাছে থাকারই যদি ইচ্ছে,
ফুচকাওয়ালা, সাজতে
কেইবা বাধা দিচ্ছে?
ফুল হয়েও ফুটতে রাজি আমি
যদি ঐ খোঁপার,খাঁজে রাখো তুমি।
স্বর্গরথ হতেও রাজি আছি
তোমার ঐ শেষ যাত্রার সাজে
কাঠ হয়েও পুড়তে রাজি আছি
তোমার ঐ বিদেহী সাজার বাসরে।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


