বনলতা সেন চলেছে নাটোরের পথ ধরে
আনন্দ হারিয়ে গিয়েছে কষ্টটা বুকে করে
কতকিছু করে বড় হব ভাবি সবই গেছে দূরে
শুকতারা আজও আকাশে তবু জ্বলে।
অমানিশা গেছে কোথায় কি জানি
ক্ষত দগ্ধ করে শুষ্ক বালুচরে
কিশোরী বসন্ত রয়েছে অশনিসংকেত ঘিরে
বিদিশার নিশা ছুটে আসে একধারে।।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।
