অমূল্য নয় অ-মূল্য- সুপর্ণা পাল || ছোটোগল্প || অকপট অনুসন্ধান

0

 


এই গাছটার নীচে এসে দাঁড়িয়ে পর্, ভিজে যাবি তো, এই নে ছাতা।। অণু ও আকাশের সম্পর্কের বাঁধনটা বেশ পোক্ত হয়েছে সাত বছরে।

কথায় বলে "First love is always great" ; ঠিক তেমনটা।। অন্য এক অনুভূতি।।

এরই মধ্যে না জানি কখন অণুর চোখে ধরা দেয় শরতের রোদঝলমলে আকাশে ঈষাণ কোণের কালো মেঘ্।। সাত বছর এক সাথে পথ চলা, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করা সবটা কেমন যেনো দমকা হাওয়ায় উল্টে পাল্টে গেল।। সপ্তম বছর পূর্তির অনুষ্ঠানে নেমে এল শোকের ছায়া।।

নাহ্ কিচ্ছু হয়নি আকাশের, সে দিব্যি ভালো আছে।।

 হ্যাঁ, পার্টি অর্গানাইজ করে আকাশ অন্য কারো হাত চলে যায় নতুন পথে।। ঝগড়া, মান-অভিমানের পালা চললেও পাশাপাশি মানভঞ্জনের পালাও চলেছে;তবে বিচ্ছেদের কথা তারা ভাবেনি কখনো।।

তেরোই শ্রাবণ বৃহস্পতিবার, আকাশের মা নিজের অজান্তেই ঘর থেকে লক্ষী বিদায় করলেন।। অনুপমাকে ডেকে আকাশের মা বললেন, আকাশের জন্য এক পয়মন্তো মেয়ে পেয়েছি, ওর ঠাম্মিরও খুব পছন্দ ;ওনারও বয়েস হয়েছে, আজ আছে কাল নেই,,,,, তাই ভাবছি সামনের অগ্রহায়ণেই বিয়েটা সেরে ফেলব।।

অণু চোখের জল আটকে, মুখে মিষ্টি হাসি টেনে বলল-বেশ তো কাকিমা ভালোই হবে,,,, তবে আকাশকে বলেছ??

আকাশের মা বললেন, ওকে তো জিজ্ঞেস করেছিলাম,,, ও জানালো তোমাদের পছন্দই আমার পছন্দ মা।।

অণু আর কিছু না বলে নিঃশব্দে চলে গেল।কত বড় বিপর্যয় ঘটে গেল এক নিমেষে কেউ জানতে পারলো না,,,, কেই বা এই অতি সাধারণ মেয়েটির অতি তুচ্ছ 'ভালোবাসা' নামক নাটকীয় শব্দের খবর রাখবে!!!! ওসব তো হালের ফ্যাশন,যাকে নিলামে তোলা হয়েছে, যা আজ অমূল্য নয়, বরং অ-মূল্য।।

লেখিকাঃ সুপর্ণা পাল (শিলিগুড়ি, দার্জিলিং)


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top