টুংটাং টুংটাং
সারাদিন বাজে,
হোয়াটস অ্যাপ ফেসবুক
কতো কি যে আছে।
কারো সাথে নেই কথা
ফোন নিয়ে বিজি সদা,
পাশ দিয়ে কে যায় চলে
তার কোনো খেয়াল না থাকে।
হ্যালো হায় বায় বায়
কতো কি যে কথা হয়,
কোনো কিছু ঘটলে
স্ট্যাটাসের বাহারে,,
উৎসব তিথিতে
প্রণাম লিখে দেওয়ারে
কতো কি আর দেখব
হায়রে এই মোবাইলে।।
লেখিকাঃ
শর্মিষ্ঠা দাস
(গঙ্গারামপুর,দঃ দিনাজপুর)
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

