নতুন ভারত-সৌমেন দাস || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


ভারত আবার জাগিছে দেখ,

দেখরে চেয়ে বিশ্ববাসী।

নতুন ভোরের স্বপ্ন নিয়ে,

এবার মোরা দেব পাড়ি।।

করুক তারা শত্রুতা যত,

বাঁধুক মনে যত সয়তানি।

কাউকে ভারত করেনা ভয়,

সে যে এক অপরাজয়ী।।

আসবে যেদিন সুদিন আবার

থাকবেনা কোন শৃঙ্খল।

জাতী ভেদা ভেদ ধর্ম নিয়ে,

হবে কোন কোন্দল।।

সেই দিন আর নেই যে দেরী

ঐ দেখ রে চেয়ে উঠেছে রবি।

নতুন ভারত জাগিছে আবার,

দেখরে চেয়ে বিশ্ববাসী।।



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top