পড়ন্ত বিকেলের শেষে,
সুন্দর এক কোলাহলময়
পরিবেশে।
তুমিই এসেছিলে
মনের গুপ্ত আঙিনায়,
না জানি কতই মোহ
রয়েছে এই ঠিকানায়।
বলতে,তুমি ছাড়া আমি
তৈলহীন প্রদীপ,
তুমিই আমার
পার্থিব জীবন,
তুমিই আমার সকাল
বেলার রবি,
তাইতো আমিও তোর
চীরদিনের কবি।
আজও পড়ন্ত
বিকেলের শেষান্তে,
সকলের অগোচরে আমি
একপ্রান্তে।
অপেক্ষারত শহরের
নানা চোরা গলিতে,
শুধু তোমার
অপেক্ষায়।
কথা ছিল একদিন
ফড়িং হয়ে উড়ব নীল সীমানায়,
শুধু তুমিই এলে না
এই ঠিকানায়।
আসবে বলেও...
শুধু তুমি এলে না।
লেখকঃ পাপন কুমার
(বালুরঘাট,দক্ষিন দিনাজপুর)
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

