অস্থির সময়ের পাখি - বিশ্বরুপ রায় || কবিতা || অকপট অনুসন্ধান

0



অস্থির সময়ের পাখি তুমি,

যা তোমার,আজ তাতে অন্যের অধিকার।

যা সহজ সরল সভ্য,আজ তা সময়ের

যাঁতাকলে পিষ্ঠ নিষ্ঠুর ভবিতব্য।

খোলা মনে উড়বার অধিকার নেই কারও,

চোরাবালির পাঁকে মানবতা তলিয়ে যাচ্ছে

আরও !আরও!আরও!

ঝটপটানি শুনলেই ভয় বাসা বাঁধে মনে।

নীতি,বিবেক,সংস্কৃতি বর্জিত ব্যভিচারিরা

দাপিয়ে চলেছে অতি সাধারণ মননে।

মুক্তিকামীর মর্মবেদনা গুমরে গুমরে কাঁদে,

ওদের স্তব্ধ করতে হবে;প্রতিযোগীতায়

মেতেছে যত বর্বর জহ্লাদে।

ভয় পেয় নাকো,ডানা ঝাপটাও,

যত আঘাতেই হও বিক্ষত,

এ তোমারই জয়,মুক্তিধারার অমৃতবারি

তোমারই পক্ষ্ণস্নাত।

লেখকঃ বিশ্বরুপ রায়।(কলকাতা)

লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top