সত্যি মেয়ে, তুমি বড় অসহায়
হলেও শিক্ষিত তবু অবহেলিত।
অভাব হলেও ভালোবাসায়
সবটা বুঝে শুনে মানিয়ে নিয়ে
থেকে যাও সেথায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।।
লক্ষ্মীমন্ত বৌ হয়ে যদি থাকো ঘরের কোনায়
তখন,
মেয়ে তুমি স্বভাবে বোকা।
তুমি ভুগলেও হীনমন্নতায়
তখন ভাবনা আসবেনা কারোর মাথায়
আর বাইরের খোলা আকাশ দেখতে চাইলে
আটকাবে সতিত্বের ঘোটায়,
সত্যি মেয়ে, তুমি বড় অসহায়।।
সঙ্গী পেয়ে মনের মতো,
আবার একসাথে চলতে যদি চাও
শুনতে হবে, মেয়ে মেতেছে পরোকীয়ায়।
তার হাত ধরে পথ চলা কি তোমায় মানায়,
সত্যি মেয়ে তুমি বড় অসহায়।।
একবার যখন মালা দিয়েছ গলায়,
বেঁধেছ পায়ে বেরী,
তোমায় যে থাকতেই হবে তারই দয়ায়।
সত্যি মেয়ে তুমি বড় অসহায়,
বলতে পারো, মেয়ের মুক্তি কোথায়!!
লেখিকাঃ রিম্পা
পাল(গঙ্গারামপুর,দঃ দিনাজপুর)
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

