পাঁচ থেকে দশেরা আজ এই সমাজের ব্যোমে,
বিত্তবানের স্বর্নপ্লেটে নাম লেখালেন ক্রমে।
আট উত্তীর্ণ পটলাদা, রাজনীতিতে
ভিজে,
স্বাস্থ্যবান চার অ্যাকাউন্টে মা লক্ষ্মী নিজে।
এমে বিয়ে হতাশায় খায় কুরে কুরে!
পটলাদা ক্রমাগত চ্যালেঞ্জ মারে ছুঁড়ে।
সমাজগ্রহণে দুর্নীতির কালো ছায়া হাঁসে!
বিদেশি সুরায় পটলাদার সার্টিফিকেট ভাসে।
স্থলে দুর্নীতি, চিত্তে দুর্নীতি, দুর্নীতি আজ জলে,
বিশুদ্ধ ওই অক্সিজেন-ও দুর্নীতির কথাই বলে।
এমন কোনো গর্ভ আমায় দিতে পারো খুঁজে??
আর একটা সুভাষ পূজো করবো আমি নিজে।।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


