মিঠু কাকুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তাদের নতুন ঘর সেখানে লাইন এখনো কানেক্ট করেনি লাইন ছাড়া অন্ধকার ঘরটিতে আমার শুতে হলো। পরের বাড়ি কিছুতো বলা যায় না। আমারতো অন্ধকারে শুতে খুব ভয় লাগতো তবুও লোকের বাড়িতে গিয়ে কিছু করা যাবে না থাকতে দিয়েছে এই অনেক। ঘুমের মধ্যেই হঠাৎ করে আমার খাটটা নড়ে উঠলো। আমি ভয় পেয়ে গেলাম একেইতো অন্ধকার ঘর তার মধ্যে আবার খাট নড়ছে। ভয়ে ভয়ে উঠলাম। মোবাইলের ফ্লাশ লাইট অন করে খাটের নিচে দেখলাম দেখি কেউ নেই। এদিক ওদিক ভালো করে দেখলাম কিছুই নেই। ভয়ে সারারাত দু চোখের পাতা এক করতে পারলাম না। আকাশে আলো ফুটতেই দৌড়ে ঘর থেকে বেড়োলাম। আমাকে দেখে কাকু বলছে কি বাবা কাল রাতে ভূমিকম্প হয়েছিল টের পেয়েছিলে! এই রে ওটা তবে ভূমিকম্প ছিলো।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


