আমি তোমার মতো করে তোমাকে কখনই ভালোবাসতে পারি নি,তোমাকে একবার দেখতে পাবার আশায় সারা শহর তোলাপাড় করা বৃথা সময় অপচয় জেনেও ,ঘড়ির কাঁটায় সময় মিলিয়ে ছুটেছি।
কিন্তু কাছে যেতেই খুব চেনা পরিচিত বুকটায় অন্য প্রেমের স্পন্দন শুনতে পেয়েছি ,অথচ তখন আমার আঙুলের মাঝের শূন্যতায় তোমার আঙুলগুলো বিশ্বাসের বিষে আমার শিরা ধমণী অসাঢ় করে দিচ্ছে ।
তুমি জাপটে ধরলে প্রতারণার কি বিদঘুটে এক গন্ধ আমার পাকস্থলীর স্বতন্ত্রতায় বাঁধা দিয়েছে ,তোমার মিথ্যে আবেগ মাখা ঠোঁট যতোবার আমাকে ছুঁয়েছে,ঠিক ততোবার -আমার আত্মসম্মানেরা বিষে নীল হয়েছে। আমি তোমার মতো করেই তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম।কিন্তু ওই যে! তোমার মতো করে ভালোবাসতে পারি নি বলেই-চোখে চোখ রেখে বেইমান বলতে পারি নি প্রেমকে।
তবে বুঝে নিয়েছিলাম- প্রেমে সব পুরুষ তোমার মতো করে সাহসী হয় না।প্রেমের দাবিতে বিপ্লব করা সহজ কথা নয়,প্রেম থাকলেও কখনই এই ভালোবাসার রাজ্যপাঠ একছত্র ভাবে আমার নয়।
সবশেষে দূরত্ব ফলকে লেখা 'অবহেলা' পেরিয়ে বুঝেছিলা-আমি তোমার মতো করে সত্যিই তোমাকে কখনই ভালোবাসতে পারি নি।
ভাগ্যিস! পারি নি !
পারলে হয়তো তোমার মতো করেই চরিত্র কেটে ছিঁড়ে নুন ছিটিয়ে দিতাম ভালোবাসার গায়ে,হয়তো মুখোশ ছিঁড়ে নগ্ন বাস্তবে দাঁড়িয়ে আমিও অবৈধ করে দিতাম প্রেমকে,ক্ষতে প্রলেপ দিতে খুব সহজেই হুট করে প্রেমিকা হয়ে যেতাম অন্য কারো,সম্রাজ্ঞী হতাম কারো সংসারের,তোমার মতো করেই সন্তানের মুখে একে দিতাম প্রগাঢ় চুম্বন ।কিন্তু আমি পারি নি!সত্যি আমি তোমার মতো করে কখনই ভালোবাসতে ।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


