থাকো সুখে-অধ্যক্ষ সুদীপ মুখার্জী || কবিতা || অকপট অনুসন্ধান

0
থাকো সুখে-অধ্যক্ষ সুদীপ মুখার্জী



অনলাইন ভালোবাসা খোঁজার ব্যর্থ চেষ্ঠা!

ব্যথা হয় আঙ্গুল, অবিরাম ক্লান্ত হয় চোখের পাতা,

মুখে বই  ঘাটতে ঘাটতে মনের যাত্রা অচীন পুরে।

খুঁজতে খুঁজতে পেলাম যখন তখন মনের বারোটা!

এভাবে দেখবো ভাবিনি……!

কথা ছিল আগে চাকরি……

লোকমুখে শুনতাম অনেক কথা,

শুনলেই বা… মায়াজাল তখন ছেঁড়া

কিন্তু আজ দেখলাম অন্য বেশে।

চমকালাম, অভিভূত হলাম , জ্বালা লাগলো বুকে!

মেঘের রঙটা তাই আজ সিঁদুরে!

ঘর আগেই ভেঙ্গেছিল,তাই ঘর-পোড়া গরু আমি নয়

তুমি থেকো সুখে।।


লেখকঃ অধ্যক্ষ সুদীপ মুখার্জী, (লাভপুর, বীরভূম)


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top