যাচক-শেখর দেবনাথ || অণুগল্প || অকপট অনুসন্ধান

0



শ্রীচরণেষু,
         আমি একজন যাচক,এই হোক আমার পরিচয় নাম নাইবা বললাম,হয়তো আপনি  আমাকে চেনেন না,তবে এটা বলতে পারি আপনার কাছে যা যাচ্ঞা করছি তা আপনার অত্যন্ত আদরের,আর সেটি আমার ভালোবাসার ধন তাই চাওয়ার সাহস পেয়েছি।আমি যতদূর জানি কারো আদরের বস্তুটি কারো ভালোবাসার ধন হলে অনায়াসেই সে বস্তুটিকে তার হাতে সমর্পণ করে।আর আমি আশা রাখছি আপনিও তাই করবেন।আমি আপনার কোন জিনিসটি চাইছি সেটা এতক্ষণে বুঝে গেছেন নিশ্চয়।এবার প্রশ্ন হলো ধারক হিসাবে আমি কতটা সার্থক তা আপনার বিবেচনার বিষয়।এ বিষয়ে আমি কোনো সার্টিফিকেট দেব না,এ ভার আপনার উপরেই ছেড়ে দিলাম কারণ পরীক্ষক হিসাবে আপনার খ্যাতি প্রশংসার্হ।তবে এটুকু বলে রাখি জিনিসটি না পেলে আমার জীবন অর্থহীন হবে।আপনি আমার সাথে দেখা করতে চাইলে যে কোনো রবিবার চায়ের নিমন্ত্রণ করতে পারেন আমার আপত্তি নেই,কেননা অন্যদিন স্কুল থাকায় সুবিধা হবে না তেমন।তাছাড়াও আপনি আমাদের বাড়ি আসতে পারেন এভাবে, এসপ্ল্যানেডে মেট্রোতে চড়ে রবীন্দ্রসদন নেমে হাতের বাম পাশের গলিতে শ্যামাপদ গোস্বামীর বাড়ি,উনি আমার বাবা।সামনে গিয়ে চাওয়ার মতো দু:সাহস আমার নেই তাই পত্রের সাহায্য নিলাম,পারলে ত্রুটি মার্জনা করবেন। 
আপনার পরবর্তী পদক্ষেপের আশায় রইলাম,আশা রাখি নিরাশ হব না।
                                                   ইতি,
                                           স্নেহধন্য যাচক



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top