পৃথিবী এ যেন এক বড়ো অদ্ভুত জায়গা!
এর কোথায় শুরু আর কোথায় শেষ নেই তো কারো জানা।
পৃথিবীর সেই কোমল রূপ হঠাৎ হারিয়ে গেল!
মারণব্যাধি এসে পৃথিবী কে মুঠোয় ভরে নিল।
পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ রয়েছে সন্তানের মতো,
সন্তানের না হয় ভুল হয়েছে ক্ষমা করো না গো এবারের মতো।
পৃথিবী তুমি আজ বদলে গেছো ঘটেছে তোমার বিকার
প্রকৃতি ও তাই রূষ্ট হয়েছে
চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার।
রোজ কত শত মরছে মানুষ জ্বলছে বহু চিতা,
তভুও কি তুমি শান্ত হবে না দিলে তো অনেক ব্যাথা।
এখনো অনেক সময় বাকি বাঁচতে আরো চাই
রুদ্র থেকে শান্ত হও এটাই প্রার্থনা করে যাই।
এর কোথায় শুরু আর কোথায় শেষ নেই তো কারো জানা।
পৃথিবীর সেই কোমল রূপ হঠাৎ হারিয়ে গেল!
মারণব্যাধি এসে পৃথিবী কে মুঠোয় ভরে নিল।
পৃথিবীর বুকে কোটি কোটি মানুষ রয়েছে সন্তানের মতো,
সন্তানের না হয় ভুল হয়েছে ক্ষমা করো না গো এবারের মতো।
পৃথিবী তুমি আজ বদলে গেছো ঘটেছে তোমার বিকার
প্রকৃতি ও তাই রূষ্ট হয়েছে
চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার।
রোজ কত শত মরছে মানুষ জ্বলছে বহু চিতা,
তভুও কি তুমি শান্ত হবে না দিলে তো অনেক ব্যাথা।
এখনো অনেক সময় বাকি বাঁচতে আরো চাই
রুদ্র থেকে শান্ত হও এটাই প্রার্থনা করে যাই।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


