ভেবেছিলেম-লিসা নন্দী || কবিতা || অকপট অনুসন্ধান

0



ভেবেছিলেম অচিন পাখি হব
ডানায় করে সাগর দেব পাড়ি,
ভেবেছিলেম হরিৎ বৃক্ষ হয়ে
ঘরহারাদের দেব সবুজ বাড়ি।

ভেবেছিলেম হলুদ পাপড়ি মেলে
ফুল হব ঐ নিবিড় বনাঞ্চলে,
ভেবেছিলেম কাঠবেড়ালি হয়ে
ঘুরব হেথায় লেজ দুলিয়ে, দুলে।

ভেবেছিলেম তোমার কলম হব
গোপনতম সুখ দুঃখ লেখায়,
ভেবেছিলেম তোমার হৃদয়ে রব
সাথী হয়ে জীবনমালা গাঁথায়।

ভেবেছিলেম তিন সত্যি ছুঁয়ে
গান হব ঐ জীবনবীণার তারে,
ভেবেছিলেম নিবিড় সময় হব
সকলরকম ব্যস্ততারও 'পরে।

ভেবেছিলেম ভাবনাগুলো সত্যি
ভাবিনি তার মূল্য হবে কত,
একজীবনের শ্বাস-প্রশ্বাস, আশা,
ভরসা কিংবা সুখের পুঁজি যত??



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top