আমি বলতে চাই-মাহবুবুর রাহমান || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


        আমি বলতে চাই বলিতে পারি না।           

মুখে লাগিয়ে দিয়েছে আমার লাগাম। 

আমি চলতে চাই চলতে পারি না

পায়ে পরিয়ে দিয়াছে শিকল।

আঁধারে বন্দি আমি।

জ্বালাবে কে আলোর প্রদীপ 

আমি মুক্ত হতে চাই

পাখি মতই মুক্ত মনে

উড়ে বেড়াতে চাই।

আমি বলতে চাই

বসন্তের কোকিল মতই গান করে।

যে আমারে করিয়াছে বন্দি

সে ডাক পিটিয়ে  বলে আমারে

করিয়াছে মুক্তি , আমি ছিলাম বন্দি।

আমায় করিয়াছে ধনবান। 

আমার চলার পথে কাঁটা দিয়ে

সে বলে আমার চলার 

পথে জালিয়েছে প্রদীপ। 

যেমন শিয়াল করে মুগির পালন।

ওদের জন্ম হয়েছে মানুষের রক্ত চুষে। 

ওরা রক্ত চোষা প্রানী।

মানুষের কতই আকৃতি  জানি। 

ওরা বলে, ওরা জাতির শ্রেষ্ঠতম সন্তান।

আঁধারে রাত কেটে যাবে 

সকাল আসবে। 

হুতুমপেঁচার আর শিয়ালের

ডাক থাকবে না। 

ভোরের আলো আসবে

আর আমারা সেই

আলোর অপেক্ষায় আছি।  

জাগবে মানবতা,

 জগবে মানুষের জয় গান। 


লেখকঃ মাহবুবুর রাহমান, বাংলাদেশ



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top