মন দিয়ে কাজ মন
করনা ওরে
তোর হৃদয়স্বামীর
ঘরে ;
ফাঁকি দিয়ে কেন
পালাস ওরে
ঝড়ের অতি গতিবেগে,
ধন পাবি না মন ওরে
তুই
ভিক্ষাপাত্র হাতে,
এ বর্হিঃসংসারে
আয় না তুই আমার
হৃদয় গৃহে
ভালোবেসে ধন দিব
তোরে,
শান্তি ঝোলায়
ভর্তি করে (ধন)
ছড়াস ওরে
ভুবন-সংসারে।।
লেখিকাঃ শ্রীমতী পম্পা বাকুলি, চন্দননগর
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

