ভালো থেকো নদী-তুহিন শুভ্র মণ্ডল || কবিতা || অকপট অনুসন্ধান

0

ভালো থেকো নদী-তুহিন শুভ্র মণ্ডল




 ভালো থেকো নদী,

আমার আত্রেয়ী

এছাড়া তোমার জন্য আর কি চাইতে পারি!

দিকে দিকে তোমারই যন্ত্রনা কষ্ট হাহাকার

অসহায় আমি, আমরা যাদের হাতে কোন ক্ষমতা নেই

কিন্ত বুক ভরা কষ্ট আছে আর চোখ ভরা জল

তুমিই তো দিয়েছো নদী

আমাদের সভ্যতা সংস্কৃতি

তুমিই দিয়েছো প্রাণ

জীবনের জয়গান আমরা কি দিয়েছি তোমাকে? তোমাদেরকে?

সীমাহীন অবহেলা তোমার সন্তানেরা?

তারা কি ভালোবাসলো তোমাকে?

তারা তর্পন করে।

বিয়ে কিংবা শ্রাদ্ধতে তুমি অপরিহার্য পুজা পার্বনেও তোমারই জয়জয়কার

আর আমরা তোমাকে দিয়েছি দূষণ অলংকার জল নিয়েছি শুষে।

প্রাণও কি রেখেছি?

তবু তুমি নীরব।

হয়তো অলক্ষ্যে কাঁদো নাকি তোমার অপদার্থ সন্তান দের দেখে হাসো!!

খুব হতাশ লাগে মাঝে মাঝে।জানো!

রোজ সকালে উঠে একথাই বলি রোজ ভালো থেকো নদী আমার আত্রেয়ী,

ভালো থেকো নদী আমার আত্রেয়ী।


লেখকঃ তুহিন শুভ্র মণ্ডল,বালুরঘাট, দক্ষিন দিনাজপুর



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top