ছোট্ট দুগ্গা-উমা চক্রবর্ত্তী || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


ছোট্ট মনু আলতাপায়ে বায়না ধরে,

কান্না তার বেড়েই যাচ্ছে মায়ের কোলে।

বয়স হবে বছর চার

আজ মনু্র খুব রাগ।

অভিমানেও ভর্তি বুক,

যখন খুশি বৃষ্টি নামায় দুচোখে তার ঘনরুপ।।

বায়না তার দুগ্গা হবে,

ছোট্ট আমার দুগ্গা মা ।

হাতে থাকবে তেজ্বের রাশ

শক্তিতে দশময়ীরুপ।।

স্বপ্নটা আমরা সবাই দেখি,

সবাই আমরা দুগ্গা খুঁজি।

স্থানের ভেদে পাত্রের রং

ব্যাকুল রাজ্যে কল্পনিয়ম।।

সোজা পথের আলোকবেলা

ছোট্টবেলা স্বপ্নমেলা।

দাঁড়িয়ে ছুট উড়িয়ে ধুলো

আমার দুগ্গা রং ছড়াল।।

মনুর কান্না থামলো নাকি??

দুগ্গা সত্যি সাজলো সেকি!!

বদলেছে বিষয়ের বাহ্যিক

কনটেন্ট এখন অতি আধুনিক।

ব্যাস্ত জীবনে র ক্লাসিক ইমেজ

ছোট্ট দুগ্গা সলিড কেপসেন।।

আলতো পোজ সামনে লেন্স

আমার দুগ্গা  আর্টিফিশিয়েল।।


লেখিকাঃ উমা চক্রবর্তী (বাঁকুড়া)


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top