কুমারী মা-সঞ্চিতা ঘোষ || অণুগল্প || অকপট অনুসন্ধান

0

 



বউটি নারসিংহোমের বেডে শুয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলো ডাক্তার বাবু আপনার দুটি পায়ে পরি আপনি আমার অ্যাবোরশন করাবেন না। ডাক্তার বললেন- আপনাকে কি আপনার পরিবারের লোকজন কী জোর করে অ্যাবোরশন করাচ্ছে?মেয়েটি উওর দিল হ্যাঁ।কথাটি শোনা মাত্রই ডাক্তার বললেন-দাড়াও আমি তোমার পরিবার কে বোঝাচ্ছি। সে বললো কেউ বুঝবে না কারন আমি কুমারী মা। প্লিজ ডাক্তারবাবু আপনি আমার সাহায্য করুন। ডাক্তার বললেন-আর বাচ্চার বাবা কি চাচ্ছে।মেয়েটি বললো-সে তো মিষ্টি মিষ্টি কথা বলে,সর্বস্ব নিয়ে পেটে ওর চিহ্ন রেখে চলে গেছে। কিন্তু এই বাচ্চার তো কোনো দোষ নেই বলুন তবে এ কেন শাস্তী পাবে। ডাক্তারবাবু আপনি শুধু বাইরে গিয়ে বলবেন অপারেশন সাক্সেসফুল। ডাক্তারবাবুও তাই করলেন। 



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top