ঘুন ধরেছে সমাজে,
এক এক করে খসে
পড়ছে,
সব সামাজিক
মূল্যবোধগুলো।
মাঝে মাঝে মনে হয়,
এ কোন সমাজে বাস
করছি আমরা!
যেখানে প্রকৃত
ভালোবাসার কোন
নামগন্ধ নেই।
আছে শুধু ঈর্ষা আর
অহংকার।
ঘুন ধরেছে আমাদের
প্রত্যেকটা
মানবিক সম্পর্কে,
চেনা মানুষ যাচ্ছে
অচেনা হয়ে,
মানুষ আজ ঘুরছে
মুখোশ পরে,
মনের সাথে মনের
মিল আজ,
আর দেখা যায় কি?
আজ মানুষের যোগ্যতার
বিচার হয়,
টাকার ভিত্তিতে,
এই দুনিয়াতে দামই
নেই মানুষের।
দাম আছে টাকার,
হ্যাঁ, হ্যাঁ, শুধু কাগুজে
টাকার।
ঘুন ধরেছে সমাজের
প্রত্যেকটা মানুষের
মানসিকতায়,
মানুষ আজ কি চায়?
তা কি সে আদৌ জানে?
না জানতে চায়?
অর্থ, ক্ষমতার গর্বে
মানুষ আজ অন্ধ।
জানি না, জানি না, এর শেষ কোথায়
পরিণতি হবে কি?
তবে, এটা মানতেই হবে,
যে,
ঘুন ধরেছে সমাজে,
ঘুন ধরেছে সমাজে,
সত্যিই, ঘুনই ধরেছে সমাজে।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


