রঙিন স্বপ্নে
বিভোর এই মন
সময়ের কৃপণতায়
অজস্র বাঁধন।
কর্মহীন ব্যস্ততার
মাঝেও...
সুখ- দুঃখের আসা
যাওয়া,
রঙ খোঁজাখুঁজি
আর পাওয়া- না
পাওয়া-
নিজেকে নিছক
ব্যস্ত রাখার...
মিথ্যে অভিনয়
ছাড়া আর কিছুই নয়!
আতসবাজির রঙে রাঙিন
জীবন
তার ফুলকি দগ্ধ
করছে অবিরাম
অনবরত যার ধোঁয়া
বাতাসে ভাসমান।
অদৃশ্য বেদনাগুলো
মেঘ হয়ে ভাসছে
তারাদের নীলাকাশে
ছুটে ছুটে আসছে...
"অবসাদ"!
"অবসাদ" ডেকে
আনে "অবাধ্য অসুখ"!
আফ্রিকার অরণ্যও
হাতছানি দেয়
নির্বাক হতাশাও
কোলে টেনে নেয়।
ঘনান্ধকার আক্রমণ
করে-
চলতে চলতে ধীরে
ধীরে-
সব কিছুই
অন্ধকারাচ্ছন্ন!
রংমশাল কতটা আঁধার
সরাবে
রংমশাল কতটা হৃদয়
ভরাবে-
তা প্রশ্নাতীত!
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


