ওদের পূজো-বিশ্বরুপ রায় || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


আমাদের পূজো শুরু হয়েগেছে।

প্যান্ডেলে প্যান্ডেলে উপচে পড়ছে ভীড়,

রাস্তায় লম্বা লাইনে দাঁড়িয়ে অসংখ্য মানুষ।

আমরা ঘুরছি, ঠাকুর দেখছি, দামি রেস্তোরাঁয় বসে

পূজোর নতুন স্পেশাল মেনু উপভোগ করছি।

কিন্তু ওই যে রাস্তায় সারারাত দাঁড়িয়ে

ভীড় সামাল দিতে ব্যস্ত পুলিশ বা ট্রাফিক,

 দমকলের অফিসে বসে অজানা কোনো বিপদের

 মোকাবিলা করার জন্য সদা সতর্ক দমকল কর্মী

কিংবা বিপর্যয় মোকাবিলা বাহিনী,

ওদের পূজো নেই?

অফিস বাবুদের অফিসে তো পূজোর ছুটি।

কিন্তু ওদের ছুটি হবে কবে?

ওরাও যদি সবাই ছুটিতে চলে যায়,

তবে কি আমাদের পূজো এত নিশ্চিন্তরূপে মিটবে?

ওদেরও তো পরিবার আছে।

ওদের ঘরের ছোট্ট বাবাই কিংবা আদুরে মোহনা

বাবার কোলে চড়ে একবেলা ঠাকুর দেখতে যাবেনা?

আমরা সবাই আনন্দে মশগুল।

কিন্তু ওরা সবাই আমাদের নিয়ে ব্যস্ত।

কারণ ওরা জানে,

মানুষই ওদের ঠাকুর,

তাদের নিরাপত্তাই ওদের পূজো,

আর প্রতিটি মানুষকে ঘরে ফেরানোই ওদের পূজোর অঞ্জলী।


লেখকঃ বিশ্বরুপ রায়।(কলকাতা)


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top