ঋতুরাজ -সৌমেন দাস || কবিতা || অকপট অনুসন্ধান

0

 ঋতুরাজ -সৌমেন দাস


সময় হল তবে,তুমি এলে হে বসন্ত,

নব রুপ ,নব যৌবননব উন্মাদনা;

শীতের শেষে তোমারি তো শুভ সূচনা

হে ঋতুরাজ তুমি মান অভিমানের সেতু,

কত কাল কত সময়ের বিবাদের মীমাংসা

তোমার আগমনে কোকিলের কুহু রব,

আম্রবাগানে মৌলভীর গুন গুন গুঞ্জণে

বাতাস হয় আরো প্রানবন্ত গতিশীল

তোমার রং বাহার রুপে

তুমি সবাই কে মাতিয়ে তোলো

তোমার শ্যামল অঞ্চলে উন্মাদনায়

প্রকৃতি করে নৃত্য

তুমি বাসন্তী রুপে চুপি চুপি

ছড়িয়ে দাও রক্ত রাঙা আবির

দিকে দিকে তোমারি তো জয়,

নববর্ষায় কাননে কাননে...

নতুন ভবিষ্যৎ জন্মে;

আগামি দিনের রবি কে তুমিই

আহ্বান কর।। 



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top