আমাদের ফুলবাড়ি -সৌমেন দাস
ফুলবাড়ি মানে
কোলাহল হীন,
শান্ত একটি গ্রাম।।
ফুলবাড়ি মানে
কয়েকটি পাড়ার,
একত্রিত একটি নাম।।
ফুলবাড়ি মানে
প্রতি বৃহস্পতিবার,
হাটে,বাজার করতে যাওয়া।।
ফুলবাড়ি মানে
মহরম মেলায়,
জিলিপি ভাজা খাওয়া।।
ফুলবাড়ি মানে
মালঞ্চা ষ্টেশনে,
অফুরন্ত আড্ডা।।
ফুলবাড়ি মানে
স্কুল মাঠে,
শুধু খেলা আর খেলা।।
ফুলবাড়ি মানে
আষাঢ়ের রথযাত্রায়,
দড়িতে একসাথে টান দেওয়া।।
ফুলবাড়ি মানে
হটাৎ পাড়ায়,
চড়ক মেলার মজা।।
ফুলবাড়ি মানে
সারা বছর,
লেগে থাকা উৎসব।।
ফুলবাড়ি মানে
মনেপড়ে ছেলেবেলার,
দুরন্ত সেই শৈশব।।
ফুলবাড়ি মানে
শারদীয়ায়,
আলোর জোয়ারে ভাসা।।
ফুলবাড়ি মানে
অনেক গল্প,
অনেক হাসি কান্না।।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

