স্বার্থানেষী-শর্মিষ্ঠা দাস || কবিতা || অকপট অনুসন্ধান

0



কলম বাণে কাঁপত শাসক

ধেঁয়ে আসতো শাসকবাণ,

আমরা কবে ভয় পেয়েছি

চাবুক হোক আর মেশিন গান।

মোদের হৃদে আগুন ছিল-

কলম কইতো সকল ন্যায়,

তারই তেজে জ্বলত সকল

অত্যাচারী আর অন্যায়।

আজও মোরা কাব্য লিখি

চন্দ্রালোকিত জ্যোৎস্নায়,

হৃদের আগুন চেপে রেখে

পাতা ভরি শাসক বন্দনায়।।


লেখিকাঃ শর্মিষ্ঠা দাস (গঙ্গারামপুর,দঃ দিনাজপুর)


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top