শজারুর কাঁটা - ভূষণ বর্মন || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


বৈশাখী ঝড়ে উড়েছে তোর ওড়না

মুখের আঁড়ালে সরেছে চাদর,

তোর লুকোনো দৃষ্টির ভ্রুকুটি আজ-

পর্দা বিহীন, বড়ো অনাদর!

তোর মায়াবী বাঁকা চাউনি

তোর ঠোঁটে লুকোনো হাসি,

ভেবেছিলেম বুঝি এই শুরু হলো-

মোর ভালো- বাসা- বাসি।

মান অভিমানে আশ্বিনের মেঘ

অকারণে ঝড় বৃষ্টি,

তোর চোখে চোখ রেখে ভেবেছি

হলো বুঝি শুভ দৃষ্টি।

পর্দার আঁড়ালে লুকোনো মুখ

হৃদয় গভীরের ষড়যন্ত্র সুখ-

বড়ই সাদামাটা,

তোর অভিনয়ে-

*মোর শরীর শিহরনে

*দেখেছি শজারুর কাঁটা!



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top