আঠাশে ফেব্রুয়ারি কুয়াশা কুয়াশা সকাল,
দিয়েছে হাতছানি কর্মস্থল।
একদিনেতে ছেদ টানি,
একদিন যে আসবে সেই বিকাল
আমরা সকলেই তা জানি।
এক সুদীর্ঘ একসাথে পথ চলার পর অবশেষে আসবে ইতি,
রজনী শেষে কাল সকাল জানান দেবে আপনার অনুপস্থিতি।
অকস্মাৎ মেনে নিতে চায় না এই মন,
এ এক ছেলেমানুষি আর প্রৌঢ়ত্বের সাহিত্যময় অভিমান,
কর্ম ও দায়িত্বের সন্ধিক্ষণে আমরা আপনাকে চিনেছিলাম।
আপনি ছিলেন অবিস্মরণীয় বিচক্ষণ আর বিদ্বান,
নিরলস অক্লান্ত পরিশ্রমে ওয়েবেলের গগনচুম্বী ইমারত করলেন নির্মাণ।
ছেড়ে গেলেন আপনার অজস্র নিপুণতা ও সৌন্দর্য্যের সে এক সুবিশাল ইতিহাস।
পরে রবে অতীতের কিছু অমলিন মুহূর্ত এই মনের ক্যানভাসে,
আপনার অনুপস্থিতিতে দম বন্ধ হবে বাতানুকুলিত দেওয়ালে আর টাই কোর্টের জটিল ফাঁসে।
এতদিন ছিল মাথার পরে এক অভিভাবক পূর্ণ ছাউনি,
যার কাছে পেয়েছি অজস্র ভালোবাসা ও সামান্য বকুনি।
কিছু বিদায়ের গায়ে কোনো কথা লেগে থাকে না,
ঝড়ো হাওয়া হটাৎ যখন আঘাত হানে, না বলা
কথারা ছোট্টো জোনাকি টার মতো বিধ্বস্ত হয় আলোরই পাশে, আর কাদা মাখে।
বিদায় বেলার সন্ধিক্ষনে ভারাক্রান্ত মনে,
কোন ভাষাতে জানাবো বিদায় ভাবছি ক্ষণে ক্ষণে।
শিক্ষাগুরু হয়ে করবেন একরাশ ভুল ভ্রান্তি ক্ষমা,
জীবন মোদের ধন্য হবে শ্রদ্ধা হবে জমা।
যাবার প্রাক কলে এই আশীষ টুকু চাই,
রজনী শেষে নতুন দিনে সফলতা যেনো পাই।
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।
