বাবা - সোমনাথ মুখার্জ্জী || কবিতা || অকপট অনুসন্ধান

0

 


তোমার হাত ধরেই পথ চলার সূচনা,
তোমার কাছে থেকেই পৃথিবীকে চেনা।
তোমার ভালোবাসাতেই বেড়ে চলা,
তোমার শিক্ষাই পরিবেশে নিজেকে যোগ্য গড়ে তোলা।
তোমার চোখেই স্বপ্ন দেখার ইচ্ছে প্রকাশ,
তোমার হাসি তেই সকল দুঃখের বিনাশ। 
তুমির শ্রেষ্ঠ রক্ষাকবজ, তুমিই খুশির সাগর,
তোমার মাঝেই রামধনু খুজে পাই, তুমিই আমার ঈশ্বর। 





লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top