প্রভাত না সকাল-সত্যেন্দ্রনাথ পাইন || কবিতা || অকপট অনুসন্ধান

0



প্রভাত- আলো আনে সকাল বেলার গান
পাকা ফল ঝরে পড়ে   নিউটনের টান।
ঊষা দিতে পারে এখানে বহু মূল্যবান
সকাল যেন সাগর মাঝে তুলে নেয় সেই দান।
বাতাসে ওড়ে প্রেমের বিস্মৃতির টানে
সকাল তারই ফসল নতুন কিছুর টানে।
এমনি করেই অমৃতছবি প্রহরে প্রহরে
দুখে সুখে নানান চিতে আঁকে এ সংসারে।
ভুলে থাকি লুপ্ত কথা গোপন অন্তরালে
সকাল থাকে ভুলে নীরব কিছু ভুলে।
হৃদি কেন স্থির  স্নিগ্ধ সকালই সব জানে
বাঁকা চোরা শত শাখা হয় মাটির টানে।
চলুন--তবে যদি  হয় ছলছল আঁখি
অতিথি নয় এরা - যদি ভুলে থাকি।।



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top