আজ আমার ঘুমটা ভাঙল এক বাচ্চার চিৎকারে।ঠিক চিৎকার নয় সে আমাকে ঘুম থেকে জাগাতে এসেছিল সকালে।সে আমার এক ছোট্ট ভাইপো।পিসিমনি ওঠো না তোমার জন্য কি এনেছি দেখো না বলে ডাকছিল আমাকে।লেপের ভেতর থেকে বার হতেই সে আমায় দিল একটা টিফিন বাক্স।বলল, খুলে দেখো।খুলে দেখলাম টিফিন বাক্সটা ফাঁকা।বললাম এর মধ্যে তো কিছু নেই, ফাঁকা।তুই সকাল সকাল আমাকে ঠকিয়ে বুদ্ধু বানালি,খুব রাগও হল ওই অতটুকু বাচ্চার ওপর।সে আমাকে বলল পিসিমনি তোমাকে এখনও শীত করছে?বললাম না।সে বলল জানি তো তোমার শীতটা একটু কমে যাবেই তো।স্বভাবতই বললাম কেন কমবে? ও বলল কাল রাতে তুমি আমার জেম্মাকে বলছিলে না তোমার খুব শীত লাগছে,আমি তো সেটা শুনে নিয়েছিলাম।ভাবলাম এটা আবার কি আশ্চর্যের ব্যাপার ওর শোনা বা না শোনাতে কি বা এল গেল এখানে।
আমার রাগী মুখটা দেখে ও ফুঁপিয়ে
ফুঁপিয়ে বলল আমি তোমাকে ঠকাইনি পিসিমনি।তোমার যাতে শীত করা কমে যায় ওইজন্য আমি
টিফিনে করে রোদ্দুর নিয়ে এসেছি তোমার জন্যে।আমি বললাম মানে? সকালে সূর্য উঠতেই আমি ওই নারকেল গাছের কাছে বসে পিঠে
খেয়েছি।আর আমার ব্যাগ থেকে টিফিনটা নিয়ে গিয়ে ওখানে রেখেছিলাম।যখনই টিফিনটাতে
রোদ এসে ভরে গেল আমি ঢাকাটা বন্ধ করে দিয়েছি।টিফিন করে তোমার জন্য রোদ্দুর
এনেছি।আমি অবাক!
কাল আমার শীত করছিল, আর আজ আমার শীত কমাতে ও আমাকে এক টিফিন বাক্স রোদ্দুর দিয়েছে।নতুন
বছরে আমার উপহার ছোট ভাইপোর থেকে পাওয়া।শুধু কি এক বাক্স
রোদ্দুর? না।শীতকালের মিষ্টি রোদের মত পৃথিবী ভরা ভালোবাসা।যে ভালোবাসার
কোনো সংজ্ঞা হয় না, কোনো পরিমান হয় না।আমার ভাইপো সুজয়।
লেখিকাঃ কাঞ্চন মিদ্যা, (জয়রামবাটী, বাঁকুড়া)
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।
