সময়-রাজু মন্ডল || কবিতা || অকপট অনুসন্ধান

0

 সময়-রাজু মন্ডল 



ভেবেছিনু কাঁটবে জীবন এমনি করেও

বাঁধবে তবে কেউ মোরে কাঁটাতারেও।

দিন যায় – দিন আসে কি আর করি

ভেবে ভেবে হচ্ছে পার – সময়েরই ঘড়ি।

কখনো যে দেখি

দূর থেকে শোনা যায়,

কোলাহল করে সব মেতেছে তবে যে আড্ডায়।

ঝড়তে হবে ঘাম – যা পেতে পারি সবে

লুকিয়ে থাকা তোমার মধ্যেতে,

আছে জ্ঞান প্রাপ্তী মিলবে না তবে।।



লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top