রবি প্রণাম-বিপ্লব গোস্বামী || কবিতা || অকপট অনুসন্ধান

0
রবি প্রণাম-বিপ্লব গোস্বামী 


ছন্দ গানের হে মহান ঋষি
    তোমায় নমস্কার।
বন্দিতে তোমায় জানি না মন্ত্র
   ধ‍্যান প্রণাম তার।

বিশ্বের কবি তুমি সর্বশ্রেষ্ট
  কালি বাল্মীকি সম।
হৃদয়ের কবি পরাণের কবি
  বন্দনা লহ নমঃ।

বীণা দিলা যারে বাণী
সবটুকু আশিস দানি।
তাইতো তুমি বিশ্ব কবি
হে মহান জ্ঞানী।

লিখলে তুমি অমর লিখা
   জ্ঞান অমৃত পিয়া।
ভাসালে তুমি অখিল জগত
মধু মাখা গীতি দিয়া।

বন্দনা লহ,বন্দনা হল
তোমার চরণে লুটি।
মনে বড় সাধ পদ্ম হয়ে
চরণ যোগলে ফুটি।


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top