আমি নারী-শিবব্রত গুহ || কবিতা || অকপট অনুসন্ধান

0


আমি নারী, 

সমাজে আমাকে কেউ কেউ বলে অবলা,

আমি নাকি অসহায়! 

আমাকে অনেকে করে উপহাস।

আমার থেকে জন্ম হয়,

নতুন জীবনের, 

তবুও যুগ যুগ ধরে, 

আমি বঞ্চিতা। 

আমাকে বার বার হতে হয়,

পুরুষদের ধর্ষণের শিকার,

ঘরে - বাইরে নেই,

আমার কোন নিরাপত্তা। 

কন্যা সন্তানের জন্ম দিলে,

চলে আমার ওপরে,

অন্যায় - অবিচার। 


আজও নারীকে মনে করা হয়,

ভোগ - বিলাসের সামগ্রী।

নারী জাতি এখনো কি পেয়েছে,

তাঁদের যথাযোগ্য সন্মান? 

না, না, পায়নি, পায়নি তাঁরা। 

আমি নারী, 

প্রকৃতি আমাকে 

গুণময়ী, রূপময়ী করেছে,

সংসারে কখনো আমি মা,

কখনো বোন, কখনো

প্রেমিকা, কখনো কন্যা,

নানা রূপে সজ্জিতা আমি।

আমি নারী, 

পুরুষ জাতির কাছে,

করযোড়ে করি অনুরোধ, 

আমাদের নারীদের বাঁচতে দিন,

আপনারা সন্মানে।




লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top