তুমি আমার চির বিরহিনী সতী ।
কভু মনে জাগে নাই কাম
কভু জাগে নাই রতি।
যুগে যুগে না পাওয়ার
তৃষা জাগাইয়া ;
যুগে যুগে জন্মিয়াছি মোরা।
করিয়াছ প্রেমি আমায়
আমি করিয়াছি প্রিয়া।
যেদিন আদি সৃষ্টি হয়িলো বিরহ
বিধাতা দানিলা তব বুকে মম বুকে
বেদনার দাহ্ !!
জন্মিয়াছি তরু হয়ে
তুমি হলে পাতা ;
ঝরে গেলে অকালেতে !
না মিটিতে আশা,তৃষা
না ফুরাতে কথা।
তারপর দাপর যুগ
অন্তরেতে মহা রোগ !
আমি কালা তুমি রাধা
মিলনেতে শত বাধা।
শেষে শেলিম আর আনারকলি
দিতে হলো প্রেমের বলি !!
লেখা পাঠানোর নিয়মাবলী
আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।
ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com
লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।
ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।


