তুই সুখে থাকিস-বিপ্লব গোস্বামী || কবিতা || অকপট অনুসন্ধান

0
তুই সুখে থাকিস-বিপ্লব গোস্বামী


আমায় তুই করে পর
নতুন নিয়ে গড়ছিস ঘর !
আমায় মনে নাইবা রাকিস
   তবু তুই সুখে থাকিস।

আমিতো তোর যোগ‍্যই নই
নতুন কই আর আমি কই !
তোর কাছে আমার শুধুই দেনা
নতুন মিটাবে তোর সব বাহানা।

এতদিনে তোর মিটল আপদ
নতুনতো তোর স্থায়ী সম্পদ !
আমিতো রেখেছি কেবল দুখ
    নতুন রাখবে খুব সুখে।

       দোহাই তুই সত‍্য বল
আমার মত সেও কি পাগল!
ফোন না করলে রাগ কি করে
   রাগ করলে কি দুষ্ট বলে।

 তুই ভালো নাইবা বাসিস
আমায় ভালো বাসতে দিস !
আমায় মনে নাইবা রাকিস
   তবু তুই সুখে থাকিস।


লেখা পাঠানোর নিয়মাবলী

আপনারা আপনাদের মূল্যবান লেখা নির্দ্বিধায় আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা তা আমাদের অনলাইন ম্যাগাজিনে প্রকাশ করব।

ইমেল আইডি: contact.okopotanusandhan@gmail.com

লেখার ফরম্যাট: অভ্র ইউনিফাইড টাইপ কিপ্যাডে টাইপ করে লেখা পাঠাতে হবে।

ইমেলে যা উল্লেখ করবেন: আপনার সংক্ষিপ্ত পরিচিতি এবং কোন ক্যাটাগরিতে লিখছেন তা উল্লেখ করতে ভুলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)
To Top